দীর্ঘদিন ধরে কলেজ বন্ধ থাকায় সিসিপিসির পাহাড়ে বন্যপ্রাণীদের অবাধ প্রজনন

সিসিপিসির পাহাড়ে রয়েল বেঙ্গল টাইগার ও তার সাবকেরা

নিজস্ব প্রতিবেদক

আজ ৫ মাস স্কুল-কলেজসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। এতে চট্টগ্রামের সর্ববৃহৎ শিক্ষাপ্রতিষ্ঠান চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের বন্যাপ্রাণীরা বেশ আনন্দে সময় কাটাচ্ছে। বনের হাস-মুরগী, গরু-ছাগল, বাঘ-সিংহ, হরিণ-বানর সব মহাসুখে প্রজনন করে চলছে। সাধারণত কলেজ চলাকালীন সময়ে শিক্ষার্থীদের অত্যাচারে বেশ মানবেতর জীবনযাপন করতো এই প্রাণীগুলো। তবে এই সময়ে তারা নিজেদের মধ্যে হাউসপার্টি করছে বলে শোনা গেছে। এর ফলই হচ্ছে অবাধ প্রজনন।

এই ব্যাপারে কলেজের সামনের ফুচকাওয়ালা মামা বলেন,

সাধারনত এই বন্যপ্রানীগুলো বেশ কষ্টে থাকে। শিক্ষার্থীরা তাদের দেখলেই ইট-পাটকেল ছুড়ে মারে। এই সময় তারা আরামে আছে, তাই হুলস্থুল বাচ্চা পয়দা হচ্ছে।

এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তারা এর জবাব দেননি। তবে নাম প্রকাশ করা না শর্তে প্রতিষ্ঠানটির এক কর্মচারী দাবি করেন এই জংগলে বাঘের সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। যে কোন সময় তাকে বাঘ খেয়ে ফেলতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।

অন্যদিকে, এই খবর শুনে প্রতিষ্ঠানের দ্বিতীয় শ্রেনীর শিক্ষার্থী রাফসান শাবাব উচ্ছাস প্রকাশ করেছে। স্কুল খুললে তার ক্রিকেট ব্যাট দিয়ে বাঘ্রশাবকদের বারোটা বাজিয়ে দেবে বলেও হুমকি দিয়েছে সে। বারোটা বাজানো দেখানো হবে বলে ইতোমধ্যে টিকেট বিক্রি শুরু করে দিয়েছে একটা মহল।

Leave a comment