অনলাইন ক্লাসে আনমিউট করে পাদ দিয়ে টিচারের স্পিকার ফাটিয়ে দিলো দ্বাদশ শ্রেনীর আবুল

নিজস্ব প্রতিবেদক

নগরের সর্ববৃহৎ শিক্ষাপ্রতিষ্ঠান চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ করোনার সূচনালগ্ন হতেই অনলাইনে তাদের শিক্ষা কার্যক্রম শুরু করে দিয়েছিল। এর পরিপ্রেক্ষিতে চলমান ক্লাস ও পরিক্ষা চলছিল খুব ভালোভাবেই।

তবে এর মাঝেই বেশ অপ্রীতিকর কিছু ঘটনার সম্মুখীন হতে হয়েছে শিক্ষক-শিক্ষার্থীদের। এরই একটি হলো দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থী আবুলের দ্বারা। সে পাদ দিয়ে বিষয় শিক্ষকের কম্পিউটারের স্পিকার ফাটিয়ে দিয়েছিল বলে জানা যায়।

তার সহপাঠী কুদ্দুস জানায়,

“আবুলের এই স্বভাব অনেক আগের। সে কলেজ চলাকালীন সময়েও পাদ দিয়ে শিক্ষামূলক পরিবেশের বারোটা বাজিয়ে দিতো। এখন অনলাইন ক্লাসে তার পাদের গন্ধ পেতে হবে না বলে বেশ আশাবাদী ছিলাম। কিন্তু দেখা যাচ্ছে সেটাও হতে দিচ্ছে না এই বেটা।”

পাদ দেয়ার ঘটনায় অভিযুক্ত আবুল
সোর্সঃ আর বন্ধু বাবুলের ফোন থেকে নেয়া

এ বিষয়ে অন্য সহপাঠীরাও তীব্র নিন্দা জানিয়েছেন। তারা কেউ কেউ আবুলের ফাঁসির দাবি জানিয়েও ফেসবুকসহ অন্যান্য সোসাল মিডিয়াতে পোস্ট করেন। ‘#abulout’ হ্যাশট্যাগ ব্যাবহার করছেন বলেও দাবি তাদের।

এ বিষয়ে বিষয় শিক্ষক কোন মন্তব্য করতে রাজি হননি। কিভাবে স্পিকার ফাটলো সে বিষয়েও কিছু জানাননি তিনি। তবে উপস্থিতি মারফত জানা যায় শিক্ষার্থীদের প্রশ্ন করা হলে তারা জবাব দেয়না। এতে করে শিক্ষক ভেবে বসেছেন যে তার স্পিকারেই হয়তো সমস্যা। এই সমস্যা সমাধানে তিনি স্পিকার ভলিউম ফুল করে দিয়েছিলেন। আর সমসাময়িক পাদের শব্দে তার স্পিকার ফেটে গিয়েছে।

এ ঘটনার মূল কালপ্রিট আবুলের খোজ পাওয়া যায়নি। ঘটনার পরপরই তাকে বঙ্গপোসাগরের দিকে ছুটে যেতে দেখা গেছে বলেও জানান প্রত্যক্ষদর্শীরা। এরপর থেকেই সে নিখোজ বলে জানা যায়।

Leave a comment