নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের সর্ববৃহৎ শিক্ষাপ্রতিষ্ঠান চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ। তাদের ক্যাম্পাস যেমন বড় তেমনই বড় তাদের মাঠ। এই মাঠে ফুটবল খেলার অদম্য ইচ্ছা ছিল বর্তমান সময়ের দ্বিতীয় সেরা ফুটবলার লিওনেল মেসির। সে ছোট বেলা থেকেই এই মাঠে ফুটবল খেলার স্বপ্ন দেখতো। আজ সেই স্বপ্নপূরণ হয়েছে। সিসিপিসি কতৃপক্ষ তাকে ১০০ বিলিওন ডলারের বিনিময়ে বার্সেলোনা থেকে কিনে নিয়েছে।

এ বিষয়ে মেসির সাথে যোগাযোগ করেন আমাদের প্রতিবেদক মগা মুন্সি। মেসি বলেন,
আমি ছোট বেলা থেকেই স্বপ্ন দেখতাম সিসিপিসির মাঠে ফুটবল নিয়ে দৌড় মারছি। কিন্তু সাইজে ছোট থাকায় আমাকে খেলায় নিতনা। তাই এই স্বপ্ন এখন পূরণ হয়েছে। আম্মুউউউউ…
কথাগুলো বলতে বলতে কেদে তার লুংগী ভাসিয়ে দেন মেসি।

তবে এতো বিলিঅন ডলার খরচ করে মেসিকে আনার সিদ্ধান্তকে অনেকেই ভালো চোখে দেখছেন না। দ্বাদশ শ্রেনীর আক্কাস বলেন,
যদি এতো টাকা খরচ করতেই হতো তাহলে লর্ড হিগুএইন কিংবা লর্ড জিরু কে আনতো, মেসির মতো প্লেয়ার আনার কি দরকার।
অনেক শিক্ষার্থীরাই এই মতের সাথে একাত্বতা পোষণ করেছেন।
সিসিপিসি কতৃপক্ষ মেসিকে কিনার ব্যাপারে বেশ খুশি দেখালেও বেতনের প্রসংগ আনাতে মন্তব্য করতে অপরাগতা জানিয়েছে।