কাকলী ফার্নিচারের কাছে সব চেয়ার-টেবিল বেচে দিচ্ছে সিসিপিসি, পাটিতে বসে ক্লাস করবে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

করোনার কারনে স্থবির হয়ে পড়েছে জনজীবন। এর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ক্ষেত্র নির্দ্বিধায় শিক্ষাব্যবস্থা। অর্থনৈতিক দূর্দশায় পড়ে বিপুল পরিমান শিক্ষার্থী তাদের বেতন দিতে অক্ষম হয়ে পড়ে। এতে করে চট্টগ্রামের সর্ববৃহৎ শিক্ষাপ্রতিষ্ঠান চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের ব্যাবসায় লাল বাত্তি জ্বলে উঠেছে। এই লাল বাত্তিকে নীল বানাতে নতুন ব্যাবসায়িক পলিসি গ্রহন করেছে সিসিপিসি।

তারা ইতোমধ্যে দেশের নামকরা ফার্নিচার কোম্পানি কাকলি ফার্নিচারের সাথে ডিল ফাইনাল করে ফেলেছে। সিসিপিসির সকল চেয়ার-টেবিল কাকলি ফার্নিচার কিনে নেবে বলে বিবৃতি দিয়েছে তারা।

ফার্নিচার দেখতে এসেছিলেন তারা

এ নিয়ে কাকলি ফার্নিচারের মুখপাত্র জনাব কুদ্দুস আলী থেকে জিজ্ঞাসা করলে তিনি নেচে-কুঁদে বলেন,

“দামে কম মান ভালো, কাকলি ফার্নিচার,

দামে কম মান ভালো, কাকলি ফার্নিচার,

দামে কম মান ভালো, কাকলি ফার্নিচার।”

এই একই লাইন ১৩০ বার বলতে বলতে তিনি জ্ঞান হারান।

এ বেঞ্চগুলোই কিনে নেবে কাকলী ফার্নিচার

সিসিপিসির একজন দায়িত্বশীল শিক্ষক থেকে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। শিক্ষার্থীরা এখন কোথায় বসে ক্লাস করবে তা প্রশ্ন করা হলে তিনি বলেন,

“শিক্ষাপ্রতিষ্ঠান আগামী দেড়শো বছরেও খুলবে কিনা সন্দেহ। যদি খুলে যায়ও তাহলে সবার জন্য শীতল পাটির ব্যাবস্থা করা হয়েছে। শিক্ষার্থীরা পাটিতে বসে পার্টি করবে। হাহাহা!”

ইতোমধ্যে নোয়াখালী থেকে শীতল পাটির অর্ডার সম্পন্ন করা হয়েছে বলে একাধিক সূত্র মাফিক জানা গিয়েছে।

নিউজ সোর্স- জোবায়েদ ইসলাম

Leave a comment