নিজস্ব প্রতিবেদক
নগরের সর্ববৃহৎ শিক্ষাপ্রতিষ্ঠান চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ। দেশের সেরা শিক্ষার্থীরা বহু ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে বিনিময়ে এখানে ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করে। তবে এর মাঝেও শুভংকরের ফাকি দিয়ে সিসিপিসিতে ভর্তি হয়ে যায় বেশ কিছু উন্নত মানের ফার্মের বলদ।
তবে কার্যক্ষমতা ও সৃজনশীলতা কোন দিক দিয়েই পিছিয়ে নেই চট্টগ্রামের সর্বশ্রেষ্ঠ এই প্রতিষ্ঠানটি। মস্তিষ্কের ১০০% ব্যাবহার করে তারা সিদ্ধান্ত নিয়েছেন এই করোনা পরিস্থিতিতে এই বলদদের বিক্রি করে দেয়া হবে। বলা হয়েছে এই গরু-ছাগলদের এবারের কোরবানির হাটে তোলা হবে। ইতোমধ্যে লাইভ স্কেলে তাদের ওজন মাপামাপি শুরু হয়ে গেছে বলে জানা যায়।
চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের মুখপাত্র বিশিষ্ট গরু বেয়ারী জনাব আকরাম সাহেব এর সত্যতা নিশ্চিত করেন। তিনি ডেইলি সিসিপিসিকে জানান,
“দেশে কোরবানির পশুর বড্ড সংকট। কিন্তু চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের নান্দনিক পরিবেশে বেড়ে উঠেছে লাখো-কোটি গরু-ছাগল। এই উন্নত প্রজাতির বলদদের বিক্রি করে কোরবানি দিলে সিসিপিসির ফান্ডের সাথে সাথে দেশের অর্থনীতিও মজবুত হবে। এর সাথে কোরবানির পশুর সংকটও কাটিয়ে ওঠা যাবে।”
এ প্রসঙ্গে অনুভূতি জানার জন্য একজন হোমড়াচোমরা বলদকে একান্ত ইন্টারভিউয়ের জন্য আমন্ত্রন জানানো হয় ডেইলি সিসিপিসির অফিসে। যিনি জাতে আবার লিডার। তবে বহুসংখ্যক প্রশ্ন করার পরও “হাম্বা হাম্বা” ডাক ছাড়া অন্য কোন উত্তর শোনা যায়নি বলে নিশ্চিত করেছেন এই প্রতিবেদক।
