সিসিপিসিতে ডাকাত হামলা, রুখে দিলো ঝন্টু-মন্টু

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সর্ববৃহৎ শিক্ষাপ্রতিষ্ঠান চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ। এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে কোটি টাকার মণি-মুক্তা। এইসব সম্পদের লোভে এখানে গতকাল দিবাগত রাতে ডাকাতদল আক্রমণ চালিয়েছিলো। তাদের লক্ষ্য ছিল সিসিপিসির সহস্র বছরেরও পুরোনো গ্লোবটি।

প্রচলিত আছে এই গ্লোবের ভেতর মহাবীর চেঙ্গিস খানের সম্পদ লুকানো আছে। এই সম্পদ আহরণেই তাদের এই হামলা।
তবে তারা সফলতার মুখ দেখতে পারেনি। মধ্যরাতে অস্ত্র হাতে সিসিপিসির সাহসী শিক্ষার্থী ক্লাস টু’য়ের ঝন্টু ও মন্টু এই ডাকাতদের মোকাবেলা করে। তারা তাদের AK-69 দিয়ে সকল ডাকাতদের মেরে ঝাঝরা বানিয়ে দিয়েছে।

তাদের এই বীরত্বে গর্বিত প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ। স্কুলের নায়ক ঝন্টু ও মন্টুকে নিয়ে ক্লাসটিচার এই প্রতিবেদককে বলেন,

“ঝন্টু ও মন্টু দু’জনেই বেশ ভালো ছেলে। সেই ছোটবেলা থেকেই ওদের গোলাগুলির স্বভাব। এর আগেও তারা গোলাগুলি করে প্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থীকে আহত ও নিহত করেছে তারা। এজন্য বিভিন্ন সময়ে ওদের কান মলে দিয়েছি আমি। তারা গুলি করে কাউকে মারলে চিল্লায় উঠে বলতো ‘পাট্টে সে হেডশট’। তবে আজ তাদের এই সন্ত্রাসবাদ যে সিসিপিসিকে এরকম বিপদের হাত থেকে বাচাবে তা কল্পনাও করতে পারিনি। আজ আমি সত্যি গর্বিত।”

ক্লাস টিচারের এই মহান বক্তব্য শুনে প্রতিবেদকের বুকও গর্বে ৩ ইঞ্চি ফুলে উঠেছিল।

ছবিতে- ঝন্টু ও মন্টু

এ বিষয়ে নায়ক ঝন্টু ও মন্টুর সাথে যোগাযোগ করা হয়। তারা জানায় তাদের বিন্দুমাত্রও আইডিয়া ছিলো না যে এরা ডাকাত ছিল। তারা এমনেই কম্পিটিশন লাগাচ্ছিল কে কয়জনকে মারতে পারে। এবং সূত্রমাফিক জানা যায়, এই কম্পিটিশনে ঝন্টু জয়যুক্ত হয়েছে।

এর মাঝে একজন ডাকাতকে জ্যান্ত গ্রেফতার করা হয়েছে। তাকে আগামী রোববার সিসিপিসির মাঠে লুঙ্গি ডান্স করানো হবে বলে জানিয়েছেন কর্তিপক্ষ।

Leave a comment